Breaking News

Breaking News
Loading...

 

শিলিগুড়ি শহরে আবারো দেখা দিচ্ছে সচেতনতার অভাব

শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে আবারো দেখা দিচ্ছে সচেতনতার অভাব, বাজারে চোখে পড়ছে মাস্ক না পড়ার প্রবণতা,"যার জেরে 'গিভ লাইফ সোসাইটি' স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে  মানুষকে সচেতন করার উদ্দেশ্যে শিলিগুড়ির বিধান মার্কেট এর ভেতরে ঢাক বাজিয়ে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ এবং সচেতনতা মূলক মাইকিং এর উদ্যোগ গ্রহণ করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়  ঢাক বাজানোর পেছনে উদ্দেশ্য এই যে পুজো আসছে তাই শহর এর বাজার গুলো তে অতন্ত ভিড় লক্ষ করা যাচ্ছে এবং সচেতনতার অভাব ও চোখে পড়ছে তাই মা এর আগমনী ও করোনা সম্পূর্ণ রূপে বিদায় না নেওয়া এই ২ বিষয় কে মাথায় রেখে আজকের এই উদ্যোগ। 

সকলের মনে পুজোর আমেজকে আরও জাগিয়ে তোলার পাশাপাশি করোনা র প্রকোপ কে মনে করিয়ে দিয়ে শহরবাসী কে ঢাক বাজিয়ে সচেতন করানো হয় যাতে পুজোর ছোঁয়া থাকে পাশাপাশি করোনা কথা ও মনে করিয়ে দেওয়া যায়। 

সংগঠন এর পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগ আগামী দিনেও শহরের বেশ কয়েক জায়গায় চলবে।

Post a Comment

Previous Post Next Post