Breaking News

Breaking News
Loading...

 

ফের সীমান্তে গুরু পাচার
নক্সালবাড়ি : ফের সীমান্তে গরু পাচার! নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তের নকশাল বাড়ি গ্রাম পঞ্চায়েতের কোটিয়া জোতে গরু পাচার রুখল  এস‌এসবির জ‌ওয়ানরা। 

  সীমান্তে টহলদারি করার সময় কোটিয়া জোতে ৪১ ব্যাটেলিয়ানের জ‌ওয়ানদের দেখেই গরু ছেড়ে নেপালে পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনায় ৪৯টি গরু উদ্ধার করেছে এস‌এসবি। 

  সোমবার উদ্ধার গরু গুলিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার গরু নকশালবাড়ি খোয়াড়ে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post