ফাঁসিদেওয়া,১নভেম্বর: ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। শোরগোল গোটা এলাকায়।
বুধবার ফাঁসিদেওয়ার ফকিরগছ সীমান্তে বিএসএফের গুলিতে এই মৃত্যু হয়। এদিন মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সীমান্তে থাকা বিএসএফের আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া পুলিশের কাছে তুলে দেয়।
উদ্ধার হত্তয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিএসএফ সূত্রে খবর, কাঁটাতার কেটে ভারতে প্রবেশের সময় গুলিতে মৃত্যু হয় ওই পাচারকারীর। মৃত ব্যক্তি বাংলাদেশী বলে জানা গিয়েছে।
উল্লেখ্য,গত ১৭ই অক্টোবর ভারত বাংলাদেশ সীমান্তের কালামগছ এলাকায় এক পাচারকারীর বিএসএফ গুলিতে মৃত্যু হয়েছিল।
Post a Comment