Breaking News

Breaking News
Loading...


 নক্সালবাড়ি, ১২ নভেম্বর :রবিবার শ্যামা পূজো ও দীপাবলী উপলক্ষ্যে নক্সালবাড়ির নেতাজী সুভাষ চন্দ্র বসু ও নেপালি আদি কবি ভানু ভক্তে মূর্তিতে মাল্যদান করলো বিজেপি নক্সালবাড়ি মন্ডল কমিটি। 

  এদিন সন্ধ্যায় নক্সালবাড়ির হাসপাতালে রোডের নেতাজী সুভাষ চন্দ্র বসু ও নেপালি আদি কবি ভানু ভক্ত মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করা হয়। পাশাপাশি শহীদ সুরেশ ছেত্রীর  মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post