Breaking News

Breaking News
Loading...

 


বাগডোগরা, ৯ নভেম্বর : লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করলো বনদপ্তর, ঘটনায় পলাতক চালক। বৃহস্পতিবার শিলিগুড়ির অদূরে বাগডোগরার গোসাইপুর এলাকায় ফরেস্ট চেকপোস্ট নাকাচেকিং ভেঙে পালানোর চেষ্টা করে একটি পিকআপ ভ্যান, পিছু করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে সেগুন কাঠ । 

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে , এদিন গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরার গোসাইপুর ফরেস্ট চেকপোস্টে নাকাচেকিং চালান বনদপ্তর। সেই সময় একটি পিকআপ ভ্যান শিলিগুড়ি থেকে বিহারের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটিকে চেকপোস্টে দাঁড়ানো চেষ্টা করলে ব্যারিয়ারল ভেঙে পালানোর চেষ্টা করে । তৎক্ষণাৎ বনকর্মীরা পিছু ধাওয়া করে পিকআপ ভ্যানটিকে।


এরপর বাগডোগরা এলাকায় চালক পিকআপ ভ্যানটিকে রাস্তা পাশে লাগিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটির নথি যাচাই করে বনদপ্তর দেখে গোসাইপুরের এক ব্যক্তির নামে রেজিস্ট্রি করা রয়েছে ।

 তবে বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার সোনাম ভুটিয়ার , অণুমান জলপাইগুড়ি থেকে এই পিকআপ ভ্যানটিতে সেগুন কাঠ বোঝাই করে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হত্তয়া সেগুন কাঠের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঘটনায় আটক পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে । তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। 


Post a Comment

Previous Post Next Post