নক্সালবাড়ি,৯নভেম্বর :- রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু, এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে নক্সালবাড়ি এলাকায় ডেঙ্গু সচেতনতার জন্য বৃহস্পতিবার নক্সালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে নক্সালবাড়ির বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয়।
এদিন নক্সালবাড়ি ব্লকের ছয়টি গ্ৰাম পঞ্চায়েত মিলে প্রায় ৬০০ মশারি দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নক্সালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ, বিএমএইচও কুন্তল ঘোষ, পঞ্চায়েত সমিতি সভাপতি আনন্দ ঘোষ সহ পঞ্চায়েত প্রধানরা।
বিতরণী অনুষ্ঠান শেষ সভাধিপতি অরুণ ঘোষ জানান, শিলিগুড়ি মহকুমায় ডেঙ্গু সচেতনতার জন্য প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত মিলে ৬০০ মশারি বিতরন করা হলো। আগামী দিনে প্রয়োজন হলে আরো দেওয়া হবে ।
মহকুমা জুড়ে কোনো বাড়িতে মশারির জন্য যাতে ডেঙ্গু আক্রান্ত না হয় তাই এই উদ্যোগ । মহকুমা জুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে আমার চাই এটা বৃদ্ধি না পায় ,আমার মহকুমাবাসীকে সস্তিতে রাখার চেষ্টা করবো।
Post a Comment