Breaking News

Breaking News
Loading...

নকশালবাড়ি টুকরিয়াঝাড় বনাঞ্চলে আগুন, ভয়ে ময়ুর ও বানরের দল।

নকশালবাড়ির টুকরিয়াঝাড় বনবিভাগের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দিল হোলির দিন। 

এদিন বনাঞ্চলের প্রায় ২০ হেক্টরে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বনবিভাগের প্রাথমিক অনুমান অজনা কোনো ব‍্যক্তিরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। 

ঘটনায় নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন ও বনবিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করে। দীর্ঘ ২ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

মূলত সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ থাকলেও বনবিভাগের ভেতর অনেকেই প্রবেশ করে। নেশাগ্রস্ত মানুষের প্রবেশের জেরে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। 

এদিন আগুনের দগ্ধ ধোঁয়ায় ময়ুর ও বাঁদরের দলকে ছুটতে দেখা যায়। ময়ুর ও পাখিদের কোলাহল শান্ত পরিবেশকে বাঁচার ডাক দেয়। 

বনবিভাগের রেঞ্জার টিটি ভুটিয়া জানান, বনের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে নিমেষে। হালকা হাওয়ায় শুকনো পাতায় আগুন ছেয়ে পড়ে। তবে বড়সড় ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে টুকরিয়াঝাড়।

ব্যুরো রিপোর্ট : রোজ খবর দুনিয়া। 

Post a Comment

Previous Post Next Post