Breaking News

Breaking News
Loading...

 

হার্ডশেডের সৌন্দর্যায়ণ ও সংস্কার কাজের শিলান্যাস করলেন সভাধিপতি অরুণ ঘোষ।

নকশালবাড়ি : ব্যবসায়ীদের কথা মাথায় রেখে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হার্ডশেডের সৌন্দর্যায়ণ ও সংস্কার কাজের শিলান্যাস করলেন সভাধিপতি অরুণ ঘোষ। ৭লক্ষ ২৬হাজার টাকায় হার্ডশেডের সৌন্দর্যায়ণ কাজ শুরু হল। 

এদিন উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো, উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সদস্য সহ অন্যান্যরা। 

পরে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, গ্রাম পঞ্চায়েতের পিছনে এই হার্ডশেড। ব্যবসায়ীকে কথা চিন্তা করে এই কাজ। শনিবার এখানে ব্যবসায়ীরা ব্যবসা করেন। এই হার্ডশেডের সৌন্দর্যায়ণ ও সংস্কার হবে। 

রাস্তা, ড্রেনের বাইরে এলাকার উন্নয়নে কাজ করা হচ্ছে। আগামী দিনে মহকুমায় বিভিন্ন হার্ডশেডের সংস্কার হবে। হার্ডশেডের সৌন্দর্যায়ণ হলে ব্যবসা করার পাশাপাশি অনুষ্ঠান ও বিবাহের কাজে ব্যবহার করা যাবে।

Post a Comment

Previous Post Next Post