Breaking News

Breaking News
Loading...

 

নিজস্ব প্রতিনিধি, RKD :- লোকসভা নির্বাচন ২০২৪ এর নির্ঘন্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন। শনিবার সাংবাদিক বৈঠকে করে মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার। ৭ দফায় ৫৪৩টি কেন্দ্র করা হবে লোকসভা নির্বাচন । ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে নির্বাচন এবং ১ জুন পর্যন্ত চলবে নির্বাচন।  ৪ জুন  শুরু হবে ভোটগণনা।

প্রথম দফায় অর্থাৎ ১৯ এপ্রিল ২০২৪ এ উওরবঙ্গের কোচবিহার ,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্র হবে নির্বাচন । 

২৬ এপ্রিল , দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং কেন্দ্র হবে ভোট ।

৭ মে তৃতীয় দফা ,১৩ মে চতুর্থ দফা ,২০ মে পঞ্চম দফা,২৫ মে ষষ্ঠ দফা এবং ১ সপ্তম দফা হবে লোকসভা নির্বাচন ।

২০২৪ এর ১৮তম লোকসভা নির্বাচনে দেশে ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি । ১০ কোটি ৯১ লক্ষ বুথ থাকছে ভোটে রং এই নির্বাচন নেবেন ১.৫ কোটি পোলিং অফিসার । ভোট প্রদানে ব্যবহার করা হবে ৫৫ লক্ষ ইভিএম মেশিন। দেশে এবছর লোকসভা নির্বাচনে পুরুষ ভোটার সংখ্যা ৪৯ কোটি এবং মহিলা ভোটার সংখ্যা ৪৭ কোটি । নতুন ভোটারারে সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ । নতুন ভোটারদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি।১৮ থেকে ৩০ বছর ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি ।

মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার আরো জানান, নির্বাচন চলাকালীন কোনো বুথ থেকে অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যেই পদক্ষেপ নেওয়া হবে। আজ থেকে লাগু হবে নির্বাচনি আদর্শ আচরন বিধি ১৬ই জুন শেষ হতে চলেছে গত লোকসভার মেয়াদ

Post a Comment

Previous Post Next Post