Breaking News

Breaking News
Loading...

 

ব্যাংডুবি বনাঞ্চলের দাবানলের আগুন ২৪ ঘন্টা কেটে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বাগডোগরা : বৃহস্পতিবার দুপুর থেকে লাগা বাগডোগরা ব্যাংডুবি বনাঞ্চলের দাবানলের আগুন ২৪ ঘন্টা কেটে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বনকর্মীরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের। 

কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত বাগডোগরার ব্যাংডুবি র বনাঞ্চলের গভীরে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কি কারনে এই অগ্নিকাণ্ড তা জানা না গেলেও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এই আগুনের তীব্রতা কে আরোও বাড়িয়ে দিয়েছে। 

সেইসঙ্গে ঝড়ো হাওয়া আগুনের ব্যাপ্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বনবিভাগের ডিভিশনের ডি এফ ও ভুপেন বিশ্বকর্মা জানান ১০ হেক্টরের ওপরে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বন্য প্রাণীদের ক্ষতির পরিমাণ জানা না গেলেও,  মাটির ভেতরে আস্তানা করে থাকা ছোট বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। শুক্রবার দমকলের কোন ইঞ্জিন না গেলেও, বনকর্মীরা নিজেরাই উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

Post a Comment

Previous Post Next Post