Breaking News

Breaking News
Loading...

 

ফের রাঙাপানির এন‌আর‌এল ঢোকার মুখে লাইনচ্যুত মালগাড়ির

রাঙাপানি : ফের লাইনচ্যুত মালগাড়ি! রাঙাপানির এন‌আর‌এল ঢোকার মুখে লাইনচ্যুত মালগাড়ির ২টি ইঞ্জিন। 

গত ৩১ জুলাই এক‌ই স্থানেই লাইনচ্যুত হয় মালগাড়ি। বারবার রেল দূর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দূর্ঘটনার পর একের পর এক দূর্ঘটনা রাঙাপানিতে। 

গোটা ঘটনায় ট্র্যাকে তুলতে কাজ শুরু করেছে রেলকর্মী। 

ঘটনাস্থলে রেল পুলিশ ও আধিকারিকরাও।

Post a Comment

Previous Post Next Post