Breaking News

Breaking News
Loading...

 

নকশালবাড়ির সারদা বিদ্যামন্দির হাইস্কুলে মকড্রিল প্রদর্শন!

নকশালবাড়ি : দেশব্যাপী মকড্রিলের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করতে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি। নকশালবাড়ির সারদা বিদ্যামন্দির হাইস্কুলে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা। 

এদিন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের উপস্থিতিতে বিমান হানা হোক বা শত্রুর আক্রমণ কিংবা আহতদের উদ্ধার থেকে নিজেদের সুরক্ষা করার মকড্রিল এদিন শেখানো হয় শিক্ষার্থীদের। জঙ্গী হামলা হোক বা বিপদ কোন সময়ে কি কি করা দরকার তা হাতে কলমে তুলে ধরেন এস‌এসবি জ‌ওয়ানরা। 

ভারত নেপাল সীমান্তে এই স্কুলে মকড্রিল, সাইরেন শব্দে এদিন চলল মকড্রিল। যেকোনো পরিস্থিতিতে এই মকড্রিল কাজে দেবে মত শিক্ষার্থীদের। সাইরেনের শব্দ ও বিভিন্ন পদ্ধতি যা নিজের ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে শিক্ষার্থীরা জানান। 

অন্যদিকে এস‌এসবির উদ্যোগে এই মকড্রিল। এই শিক্ষা শিক্ষার্থীদের সাবলম্বী করার পাশাপাশি আগামী দিনেও বিদ্যালয়ে করা হবে। অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাসের।

Post a Comment

Previous Post Next Post