Breaking News

Breaking News
Loading...

 

রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে দার্জিলিং জেলা সবলা মেলার অনুষ্ঠিত হলো নকশালবাড়িতে।

নকশালবাড়ি : রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে দার্জিলিং জেলা সবলা মেলার অনুষ্ঠিত হলো নকশালবাড়িতে। 

মঙ্গলবার নকশালবাড়ির হাতিঘিসা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এদিন মেলার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিল। 

উপস্থিত ছিলেন মহাকুমা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক প্রেম বরদোয়া, এডিএম শিক্ষা সুরজিৎ দত্ত  শর্মা,জেলা স্বনির্ভর গোষ্ঠীর অফিসার ইন্দ্রজিৎ সরকার,  নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল সহ অন্যান্যরা। 

নারী সশক্তিকরণ এর জন্য এই মেলার উদ্দেশ্য বলে এদিন মহকুমাশাসক জানান। পাহাড় ও সমতল মিলিয়ে মোট ৫০টি স্বনির্ভর দল এই মেলাতে অংশ নিয়েছে। 

মহিলাদের হাতের তৈরি নানা রকম কারুকার্য এবং প্রয়োজনীয় সামগ্রী একদিকে যেমন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে তেমনি বিপণনের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান। 

৫দিনের এই মেলার শেষ দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পুরস্কৃত করা হবে। গত দুই বছর আঠারোখাই খেলার মাঠে সবলা মেলা আয়োজনের পর এবার নকশালবাড়িতে এই মেলা।

Post a Comment

Previous Post Next Post