Breaking News

Breaking News
Loading...

 

পাচারের আগে উদ্ধার চিতাবাঘের ছাল, গ্ৰেপ্তার ১ ব্যক্তি।

জলপাইগুড়ি : চিতাবাঘের ছাল চিনে পাচারের ছক কষেছিল পাচারকারী।খবর পেয়েই অভিযান চালালো বনদপ্তর।ঘটনায় গ্রেফতার ব্যক্তি।

জানা গিয়েছে, চিতাবাঘের ছাল পাচার হবে গোপন সূত্রে এই খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে বৈকন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা 

ওদলাবাড়ি এলাকায় ঘাঁটি গেড়ে বসে।সেইসময় ওই পথে আসা একটি চারচাকা গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায় বনকর্মীরা।সেই গাড়ি থেকে উদ্ধার হয় চিতাবাঘের ছাল।

ঘটনায় গ্রেফতার করা হয় ব্যক্তিকে।ধৃতের নাম মহম্মদ বেলাল আলী (৩৩)। জলপাইগুড়ি জেলার চালসার বাসিন্দা। 

বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের ছালটি ৮০ সেন্টিমিটার লম্বা ও ৩০ সেন্টিমিটার চওড়া।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে মালবাজার হয়ে 

চিতাবাঘের ছালটিকে চিনে পাচার করার ছক ছিল।তবে এই পাচার চক্রে আরও বড় কোন চক্র জড়িত রয়েছে কিনা তাঁর তদন্ত শুরু করেছে  বনদপ্তর। 

ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Post a Comment

Previous Post Next Post