Breaking News

Breaking News
Loading...

 

জংলি হাতির কোন আন্তর্জাতিক সীমানা হয় না, এবার  কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ।

ফাঁসিদেওয়া : জংলি হাতির কোন আন্তর্জাতিক সীমানা হয় না। নেপালে হাতির যাতায়াত হর হামেশা হলেও এবার  কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ নজিরবিহীন ঘটনা। 

এমনই এক ঘটনার সাক্ষী রইল ফাঁসিদেওয়ার মান-গজ এলাকার বাসিন্দারা এমনই এক ঘটনার সাক্ষী রইল ইন্দো বাংলা সীমান্তের ফাঁসিদেওয়ার মান গছ এলাকার বাসিন্দারা। 

বৈকন্ঠপুর জঙ্গল থেকে শাবকসহ একটি হাতি পথভ্রষ্ট হয়ে ফুলবাড়ী সীমান্ত পার হয়ে ঢুকে পড়ে বাংলাদেশে। সে দেশের কাশিমগঞ্জে চা বাগানে আটকা পড়ে যায় গজরাজ। তবে হাতি দুটি কে ভারতে ফেরত আনবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বনবিভাগ।  

কাঁটাতারের ওপারে চা বাগান থাকায় এবং কাঁটাতার পেরিয়ে ভারতে নিয়ে আসা যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন বনদপ্তর। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনাম ভুটিয়া এবং কার্শিয়াং ডিভিশনের এডিএফও ভূপেন বিশ্বকর্মার নেতৃত্বে প্রচুর সংখ্যক বনকর্মীরা 

বিএসএফ জওয়ানদের সহযোগিতায় হাতিটির গতিবিধির উপরে নজর রেখে চলেছেন। হাতি দুটিকে ফের যাতে বৈকুন্ঠপুর জঙ্গলে ফেরত পাঠানো যায় সে জন্য বাংলাদেশ বন বিভাগের সহযোগিতা চেয়েছেন বন কর্মীরা

Post a Comment

Previous Post Next Post