Breaking News

Breaking News
Loading...

 

নকশালবাড়ির বড় মনিরাম জোত ৩৫তম ব্লক ভাওইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

নকশালবাড়ি : পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের উদ্যোগে ও নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে সহায়তায় এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় নকশালবাড়ির বড় মনিরাম জোত প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার ৩৫তম ব্লক ভাওইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। 

এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ নকশালবাড়ি ও মনিরাম প্রধান সহ অন্যান্যরা।‌ ব্লকের ১৯জন প্রতিযোগিনী এদিন অংশগ্রহণ করেন। 

ময়নাগুড়ি সহ অন্যান্য এলাকার বিচারকদের সামনে এই প্রতিযোগিতা‌।‌‌ তবে অনুষ্ঠানের আগে গানের শব্দে মাঠের পাশে থাকা বড় মনিরাম জোত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে সমস্যা হয়। উদ্বোধন শেষে সভাধিপতি জানান, প্রতিটি ব্লকে এই প্রতিযোগিতা হচ্ছে। 

বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই প্রতিযোগিতা।‌ তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এখানে কোনো কেন্দ্র নেই এবং সাউন্ড কম রাখা হয়েছে। সরকারি অনুষ্ঠান সরকারি নিয়ম মেনে এই অনুষ্ঠান মত সভাপতির।

Post a Comment

Previous Post Next Post