Breaking News

Breaking News
Loading...

২ই গাঁজা পাচারকারিকে ১১ বছরের কারাদণ্ড ও ১.৫ লক্ষ টাকা জরিমানা ঘোষণা।

 শিলিগুড়ি, ১৯ মার্চঃ দীর্ঘ কয়েকবছর পর দুই মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করলো শিলিগুড়ি এনডিপিএস কোর্ট।দুজনকে ১১ বছরের সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করলেন বিচারক জিতেন্দ্র গুপ্তা।পাশাপাশি দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পাচারকারীদের।


উল্লেখ্য, ২০১৭ সালের ৩ জুলাই বাগডোগরা থানার  পুলিশ গোপন সূত্রে নক্সালবাড়ি ব্লকের গোঁসাইপুর অঞ্চলের অন্তর্গত রাঙ্গাপানি রেল গেটের পাশে একটি ট্রাক থেকে ৬৭ প্যাকেট গাঁজা উদ্ধার করে।উদ্ধার হওয়া গাঁজার ওজন ছিল প্রায় ৭ ক্যুইন্টাল।ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাক চালক বলকার সিং এবং সহ চালক সইদুল আলমকে।২০১৭ সাল থেকে শিলিগুড়ি এনডিপিএস কোর্টে মামলার শুনানি শুরু হয়।আদালতে মামলার চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার।পাশাপাশি ১৬ জনের সাক্ষী গ্রহণ করা হয়। 

 এরপর আজ দুজনেরই সাজা ঘোষণা করেন বিচারক জিতেন্দ্র গুপ্তা।দুজনকে ১১ বছরের সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করেন তিনি।পাশাপাশি দেড় লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জরিমানা অনাদায়ে এক বছরের অতিরিক্ত কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। 

তবে বিচারকের মাদক পাচারকারীদের সাজা ঘোষণা খবরে শোরগোল শহর ও মহকুমার বিভিন্ন এলাকায় , খুশি মেজাজে সকলেই।


Post a Comment

Previous Post Next Post