Breaking News

Breaking News
Loading...

 

রাত পেরোলেই ৯৬ আসনে নির্বাচন, ভোটের হার বাড়ানোই চ্যালেঞ্জ কমিশনের

রোজ খবর দুনিয়া : রাত পেরোলেই চতুর্থ দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। সোমবার মোট ১০ রাজ্যের ৯৬ আসনে ভোটগ্রহণ। আগামীকাল বাংলার আট আসন- বহরমপুর, বোলপুর, বীরভূম, আসানসোল, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং রানাঘাটে ভোট। 

এছাড়াও ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশের ২৫, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওডিশার ৪, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩ এবং জম্মু ও কাশ্মীরের ১ আসনে। প্রথম তিন দফায় ভোট নিরাপদেই মিটেছে। এবারও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। 

তবে প্রথম তিন দফার তুলনায় ভোটের হার বাড়ানোটাই চ্যালেঞ্জ কমিশনের। এই পর্বে তেলেঙ্গানার সবকটি আসনে ভোট। সদ্যই সেরাজ্যে বিধানসভা ভোটে জিতেছে কংগ্রেস (Congress)। ১৭ আসনের মধ্যে অন্তত ১০টি আসন জয়ের টার্গেট রয়েছে হাত শিবিরের। এরাজ্যে বাড়তি আসন পাওয়ার আশায় রয়েছে বিজেপিও 

(BJP)। তেলেঙ্গানায় আগের বার ৪ আসন পায় বিজেপি। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশেও এই পর্বের অধিকাংশ আসন জিতেছিল বিজেপি। ইন্ডিয়া জোটকে ভালো ফল করতে হলে এই রাজ্যগুলিতে বিজেপির ভোটব্যাংকে থাবা বসাতে হবে। এবার অন্ধ্রপ্রদেশ এবং ওডিশায় আসন বাড়ানোর আশায় পদ্মশিবির।

Post a Comment

Previous Post Next Post