বাগডোগরা : আজ সন্ধ্যেবেলা ডিফেন্স কলোনির রাঙাকুটি সংলগ্ন এলাকায় দেখা গেল এই বিশাল আকার অজগরের ।
এতে আতঙ্ক ছাড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে ভিড় হয় এলাকাবাসীদের। এরপর তৈরি করি খবর দেয়া হয় বাগডোগরা বনবিভাগকে।
বাগডোগরা বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার হয় এই বিশাল আকার অজগর। সূত্র মারফত জানা গিয়েছে এই বিশালাকার অজগরটি প্রায় ১২ ফুটের।
বাগডোগরা বনে বিভাগের কর্মীরা উদ্ধার হওয়া অজগরটিকে নিয়ে যান এবং অজগরটি উদ্ধার হওয়ার পর কিছুটা হলেও স্বস্তি পান এলাকাবাসীর।
Post a Comment