Breaking News

Breaking News
Loading...

 

Khoribari Police পানিট্যাঙ্কি সংলগ্ন গগারুজোতে ১৩২ গ্ৰাম ব্রাউন সুগার সহ আটক এক ব্যক্তি!

খড়িবাড়ি : মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল আমজনতা! খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গগারুজোতে ৩২৭ নং জাতীয় সড়কের ঘটনায় চাঞ্চল্য। 

জানা গিয়েছে, এদিন খড়িবাড়ির গগারুজোতে ব্রাউন সুগার হাতবদল করার সময় বচসা শুরু হলে স্থানীয়রা এগিয়ে যান । স্থানীয়দের দেখে টাকা ছিনতাই  হয়েছে বলে অভিযোগ করে মালদার মাদক ব্যবসায়ী, 

শুরুর দিকে স্থানীয়রা বুঝতে না পারলেও পরে বিষয়টে বুঝতে পেরে মাদক ব্যবসায়ীকে আটক করে রাখে । তৎক্ষণাৎ খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও এসএসবি জত্তয়ানদের খবর দেন স্থানীয়রা। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসত্রসবি ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। আটক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৩২ গ্ৰাম ব্রাউন সুগার। পরে আটক ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ । 

ধৃতের নাম হামজা সেখ , সে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । গোটা ঘটনার টনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post