Breaking News

Breaking News
Loading...

 

খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সাফল্য, পাটনা থেকে উদ্ধার নেপালের ১৫ বছরের এক নাবালিকা!

খড়িবাড়ি : খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের অভিযানে সাফল্য, বিহারের পাটনা থেকে উদ্ধার হারিয়ে যাওয়া নেপালের ১৫ বছরের এক নাবালিকা ! জানা গিয়েছে , গত সেপ্টেম্বরে মাসে নেপালের ঝাপা জেলার অর্জুন ধারা থেকে গ্ৰামের লোকদের সাথে এদেশের সীমান্ত এলাকায় পানিট্যাঙ্কি বাজারে বাজার করতে আসে । 

তবে বাজারের ভীড়ে আচমকাই হারিয়ে যায় ১৫ বছরের ওই নাবালিকা। গ্ৰামের লোকজনেরা খোঁজাখুঁজি করলেও না মেলায় গ্ৰামে ফিরে পরিবারের সদস্যদের জানাই। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যেই খোঁজাখুঁজি করা শুরু করে। তবে না মেলায় গত  ১১ নভেম্বর খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। 

অভিযোগ ভিত্তিতে নক্সালবাড়ি সার্কেলের এসডিপিও নেহা জৈনের নির্দেশ পানিট্যাঙ্কি ফাঁড়ির এএসআই আলতাব উদ্দিন আহমেদ নেতৃত্বে একটি দল তদন্তে নেমে বিহারের পাটনা থেকে নাবালিকাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার নাবালিকা অনলাইনে ক্লাস করার সুবাদে বিহারের জমুই জেলার নিতিশ কুমার নামে এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে । 

ভালোবাসার টানে নেপাল থেকে সেখানে যায়। তদন্ত করে নাবালিকাকে  বিহারের পাটনার লক্ষ্মী গ্লাস হস্টেলে থেকে উদ্ধার করা হয়েছে । হস্টেলে ভুয়ো নথিপত্র দেখিয়ে নাবালিকাকে রাখে অভিযুক্ত যুবক ।যদিও পুলিশ ওই যুবককে পাকড়াও করতে পারেনি । 

এদিন উদ্ধার নাবালিকাকে শারীরিক পরীক্ষার পর শিলিগুড়ির হোমে পাঠানো হয়েছে। অন্যদিকে পরিবারের দাবি, মেয়েকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। গোটা ঘটনায় অভিযুক্ত যুবকের খোঁজে  তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post