Breaking News

Breaking News
Loading...

 

আবাস তালিকা থেকে চা শ্রমিকদের নাম বাদ যাওয়ায় বিক্ষোভ প্রদর্শন!

নকশালবাড়ি : আবাস তালিকা থেকে চা শ্রমিকদের নাম বাদ যাওয়ায় বিক্ষোভ প্রদর্শন করল দার্জিলিং জেলা চিয়া কামান ইউনিয়ন। মঙ্গলবার নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন। 

আবাস যোজনায় ঘর না পেলে আগুন জ্বলবে হুঁশিয়ারি সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম ঘোষের  গলায়। এদিন শুধুমাত্র ট্রেইলার দেখানো হয়েছে আগামী ১৩ তারিখ পুরো সিনেমা দেখানো হবে বলে হুঁশিয়ারি বিডিওকে। 

নকশালবাড়ি র মানঝা চা বাগানের বেশ কিছু শ্রমিককে সঙ্গে নিয়ে দার্জিলিং জেলা জিয়া কমান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান যদিও সে সময় বিডিও প্রণব চট্টরাজ দপ্তরে ছিলেন না। 

অভিযোগ প্রাথমিক তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে রহস্যজনকভাবে বাদ পড়েছে গরিব চা শ্রমিকদের নাম এমনকি যাদের একাধিক কোটায় ঘর পেয়েছেন তারাও তালিকায় স্থান করে নিয়েছে। 

পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম ঘোষের।

Post a Comment

Previous Post Next Post