খড়িবাড়ি : ফের অবৈধভাবে গরু পাচার! পুলিশের অভিযানে মালবাহী লরির ভেতর থেকে উদ্ধার ২২ টি গরু ! জানা গিয়েছে, শনিবার রাতে খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চেক্কেরমারী চেকপোস্টে নাকা চেকিংএর সময় একটি লরিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশ।
লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২২ টি গরু। উদ্ধার গরু গুলির লাইফস্টক পারমিশন দেখাতে না পারায় খোয়ারে পাঠায় পুলিশ এবং অবৈধভাবে গরু পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় লরি চালকে । ধৃতের নাম গুলজর আলম ,
সে বিহারের কাঠিহারের বাসিন্দা।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ।
Post a Comment