Breaking News

Breaking News
Loading...

 

গ্ৰামীন রাস্তায় অবাধে বালির ট্রাক্টর চলাচল, ট্রাক্টরের আওয়াজে নাকাল অবস্থায় স্থানীয়রা!

খড়িবাড়ি : গ্ৰামীন রাস্তায় অবাধে বালির ট্রাক্টর চলাচল, ট্রাক্টরের আওয়াজে নাকাল অবস্থায় স্থানীয়রা , হুঁশ নেই প্রশাসনের ! প্রতিবাদে এদিন ভোরে খড়িবাড়ির সীমান্তবর্তী এলাকা পানিট্যাঙ্কির বাজারূজোতে পানিট্যাঙ্কি ফাঁড়ির সামনে  রাস্তা অবরোধ করে বালিবোঝাই ট্রাক্টর রুখল গ্ৰামবাসীরা । পানিট্যাঙ্কি বাজার থেকে দুলালজোত পর্যন্ত রয়েছে প্রধানমন্ত্রী গ্ৰামীন সড়ক । 

অভিযোগ, মেচী নদী থেকে প্রতিনিয়ত ভোর ৪ থেকে রাত ১০ টা পর্যন্ত বিহার, নক্সালবাড়ির ট্রাক্টর মিলিয়ে প্রায় ২০০টি বালিবোঝাই ট্রাক্টর ছুটেছে , এই রাস্তায় রয়েছে দুইটি বিদ্যালয়। ট্রাক্টরের আওয়াজে মানুষের ঘুম হচ্ছে না তেমনি স্কুল পড়ুয়াদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। রাস্তার অবস্থা বেহাল থাকায়  যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 

এমনকি শীতের মরসুমে মেচী নদীতে বালি পাথর তোলায় কুয়োর জল‌ শুকিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয়দের দাবি , ট্রাক্টরের সংখ্যা কমানো এবং রাস্তাটি দ্রুত সংস্কার করুক প্রশাসন। প্রায় ৫ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। 

পরে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে গ্ৰামবাসীদের সঙ্গে আলোচনার পর যান চলাচল স্বাভাবিক হয়। যদিও সমস্যা সমাধান না হলে  ট্রাক্টর চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Post a Comment

Previous Post Next Post