Breaking News

Breaking News
Loading...

 

সীমান্তের গৌড়সিংজোত,রামধন ও হাওলদার বস্তি পায়ে হেঁটে পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার!

খড়িবাড়ি : মাদক নিয়ে কড়া পুলিশ! গত ২ মাসে একাধিক মামলা করা হয়েছে দার্জিলিং জেলা সমতলের তিন থানা খড়িবাড়ি, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়ায়। এদিন সীমান্তের গৌড়সিংজোত, পানিট্যাঙ্কি বাজার, রামধন ও হাওলদার বস্তি পায়ে হেঁটে পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। 

মাদক মুক্ত করতে এবার জনগনের সহায়তা চেয়ে নিজের ফোন নম্বর দিলেন জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ। খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, সাধারণ মানুষ পুলিশের চোখ ও কান। মাদক কারবারীদের ধরতে সকলের সহযোগিতা করতে হবে। যারা তথ্য দেবে তাদের সব তথ্য গোপন রাখা হবে। 

নিজের এলাকাকে মাদক থেকে রুখতেপুলিশ সুপার প্রবীণ প্রকাশ নিজের নম্বর 9147889045 দিয়ে সহযোগিতা কামনা করেন। যুব সমাজকে বাঁচাতে এই কাজে সকলকেই এগিয়ে আসতে হবে মত। 

মাদকের সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না, আমাকে ম্যাসেজ করলেই ব্যবস্থা হবে। অন্যদিকে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও মহকুমা পরিষদ মিলে নেশামুক্ত সেন্টার ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

Post a Comment

Previous Post Next Post