Breaking News

Breaking News
Loading...

 

বনদফতরের জমিতে অনুমতি ছাড়াই সেতুর কাজ চলায় আটকে গেল কাজ।

ফাঁসিদেওয়া : আটকে গেল সেতুর কাজ! বনদফতরের জমিতে অনুমতি ছাড়াই সেতুর কাজ চলায় আটকে গেল কাজ। শিলিগুড়ি মহকুমা পরিষদকে নোটিশ দিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিল বনদফতর। ফাঁসিদেওয়ার হেটমুডি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের ধিমাল ছাঁট এলাকায় চেঙ্গা নদীর ওপর সেতুর কাজ করছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। 

৭ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার সেতুর শিলান্যাসের পর কাজ চলার পর বনদফতরের জমি নজরে আসতেই কাজ বন্ধ করার নোটিশ দিল বনদফতর। শিলিগুড়ি মহকুমা পরিষদকে কাজ বন্ধ করার চিঠি দিতেই চিন্তায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি দ্রুত সমস্ত সমস্যা সমাধান করে পুনরায় কাজ চালু হোক। 

কার্শিয়াঙ ফরেস্ট ডিভিশনের ডিএফ‌ও টেলিফোনে জানান, বনদফতরের জমি হ‌ওয়ার কাজ বন্ধ করার কথা বলা হয়। বনদফতরের জমি হলে পরিবেশ পোর্টাল থেকে অনুমতি নিতে হয়। এখন পর্যন্ত কোনো অনুমতি নেওয়া হয়নি। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, কাজ বন্ধ হয়নি। 

এটা বনদফতরের জমি জানার কোনো উপায় ছিল না। এতে কোনো অসুবিধা নেই। এটা সরকারের সঙ্গে সরকারের কাজ। বনদফতরের জমি হলে আগেই অনুমতি নেওয়া হত। বিষয়টি জেলাশাসককে জানানো হয়েছে এবং অনুমতির জন্য কাজ চলছে।

Post a Comment

Previous Post Next Post