খড়িবাড়ি : পশ্চিমবঙ্গ সরকার অনগ্ৰসর দপ্তরের অর্থ আনুকুল্যে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে খড়িবাড়ির বুড়াগঞ্জের তেলাঙ্গাজোত থেকে মডেল স্কুল পর্যন্ত আনুমানিক ৩৩ লক্ষ টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার রাস্তা শিল্যানাস করল শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ।
উপস্থিত ছিলেন বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় সহ অন্যান্যরা। খড়িবাড়ির বুড়াগঞ্জে পশ্চিমবঙ্গ সরকার অনগ্ৰসর দপ্তর পক্ষ থেকে প্রায় ১ কোটি টাকা কাজ শুরু হয়েছে,আজ তেলেঙ্গানা জোতে ১.৫ কিলোমিটার রাস্তার শিল্যানাস করলাম । অন্যদিকে রাস্তার কাজ শুরু হত্তয়ায় খুশি স্থানীয়রা।
Post a Comment