নকশালবাড়ি : দলনেত্রীর সংগ্রামের ইতিহাস থেকে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গোটা রাজ্যে বিভিন্ন ব্লকের মত নকশালবাড়ি ব্লক ২ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দীক্ষা কর্মীসভা অনুষ্ঠিত হল।
বুধবার নকশালবাড়ি তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে এই সভায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস ও জনহীতকর বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুস্মিতা বসু মৈত্র, সাধারণ সম্পাদক আলপনা দত্ত, নকশালবাড়ি ব্লক ২ মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সজনী সুবা সহ অন্যান্যরা।
এদিন সভা শেষে জেলা সভানেত্রী জানান, রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ মেনে এই কর্মীসভা হচ্ছে।
এর মাধ্যমে মহিলা কর্মীদের দলের প্রতি ভালোবাসা ও দলনেত্রীর সংগ্রামের কথা তুলে ধরা হচ্ছে। এতে আগামী দিনে মহিলা কর্মীরা আরো দলের কাজে আসবে।
Post a Comment