Breaking News

Breaking News
Loading...

 

জল চাই, পাইপ নয়, এই সুরে উত্তাল নকশালবাড়ির কালুয়া জোতের বাসিন্দারা।

নকশালবাড়ি : রমজান মাসে জল না পেয়ে বালতি রেখে বিক্ষোভ দেখাল নক্সালবাড়ির কালুয়া জোতের শতাধিক মুসলিম পরিবার, স্থানীয়দের অভিযোগে একবছর ধরে গ্ৰামে জল নেই, 

কখনো নদী থেকে আবার কখনো পাশের এলাকা থেকে জল আনতে হয়, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, দ্রুত প্রশাসন সমস্যার সমাধান করুক দাবি স্থানীয়দের, কালুয়াজোতে  আশি টি পরিবার জল সমস্যায় ভুগছে বলে জানা গিয়েছে, 

বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ বসলেও কল বসেনি ওই এলাকায়, যদিও নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা, 

আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবো এবং গ্ৰাম পঞ্চায়েত থেকে একটি আপাতকালীন জলের ট্যাঙ্ক থাকবে বলে জানান তিনি ।

Post a Comment

Previous Post Next Post