Breaking News

Breaking News
Loading...

 

ফুটবলের ময়দানে নতুন দিগন্ত, দিল্লিতে প্রতিযোগিতার জন্য তৈরি প্রতিজ্ঞা!

খড়িবাড়ি : দিল্লি চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেল খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম দ্বারবক্সের প্রতিজ্ঞা! ছোটো বেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা থাকা প্রতিজ্ঞা নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমী থেকে খেলা শুরু করে। 

বিহার, কলকাতা, দার্জিলিং, কার্শিয়াঙ সহ একাধিক প্রতিযোগিতায় খেলে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে প্রতিজ্ঞা। খেলার পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে! 

নকশালবাড়ি চা বাগানে শ্রমিক পরিবারের সদস্য প্রতিজ্ঞা আগামী দিনে ভারতীয় মহিলা ফুটবল দলে খেলবে আশাবাদী প্রতিজ্ঞার বাবা ও তার ফুটবল কোচ বিদ্যুৎ দাস! 

এর আগেও কলকাতায় জুনিয়র মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলায় সুযোগ পেয়েছিল প্রতিজ্ঞা। আগামী ছাব্বিশে শে মার্চ দিল্লিতে চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেয়ে খুশি প্রতিজ্ঞা নিজেও! মেয়ে এলাকার নাম উজ্জ্বল করুক আশা প্রতিজ্ঞার বাবার।

Post a Comment

Previous Post Next Post