মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বিশেষ পরিবহন পরিষেবা চালু করল বনদফতর।
জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, তার জন্য টিপুখোলা তিরহানা, এমএম তরাই,
অর্ড, পানিঘাটার মতো দুর্গম অঞ্চলে সরকারি বাস ও বনদফতরের বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
সরকারি বাসের পাশাপাশি বনদফতরের আধিকারিকরাও নজর রাখছেন হাতির গতিবিধির উপর, যাতে পরীক্ষার্থীরা কোনো বিপদের সম্মুখীন না হন।
পরীক্ষার্থীদের অভিভাবকরাও এই ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন। সরকারের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই।
#উচ্চমাধ্যমিক #জঙ্গল #হাতি #পরিবহন #বনদফতর #সরকার, #নিরাপত্তা #পরীক্ষা_কেন্দ্র
Post a Comment