খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির গৌড় সিং জোত এলাকায় হাতবদলের আগে গ্রেফতার এক মাদক কারবারি। ধৃত যুবক ভিরখা বাহাদুর সুনুবার নেপালের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর গতকাল এসএসবির এক চোলিস নম্বর ব্যটালিয়নের জওয়ানরা পানিট্যাঙ্কির গৌড়সিং জোত এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে।
ধৃত যুবক নেপাল থেকে মাদক বিক্রি করতে এসেছিল সেই সময় যুবককে আটক করে তল্লাশি করলে উদ্ধার হয় তিরসঠি গ্রাম মরফিন সহ একটি মোবাইল।
পরে আটক যুবককে খড়িবাড়ি থানায় তুলে দেয় এসএসবি। ধৃত যুবককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।
Post a Comment