নকশালবাড়ি : নকশালবাড়ির অটল চা বাগান থেকে ঘোষপুকুরের হাওদাভিটা পর্যন্ত ৭কোটি টাকা ব্যয় ১০ কিলোমিটার পাকা সড়কের শিলান্যাস হল মঙ্গলবার। এদিন শিলান্যাস করলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস জে ডি এর সদস্য কাজল ঘোষ, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা, মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাস সহ অন্যান্যরা।
শিলান্যাস শেষে সভাধিপতির মাটিগাড়া- নকশালবাড়ি কিংবা ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে যারা বিধায়ক রয়েছেন তারা এলাকার উন্নয়নে আগ্রহী নন। শাসকদলের প্রতিনিধি থাকলে উন্নয়ন আরো গতি পেত বলে দাবী তার।
২৬ এর নির্বাচনে নির্বাচকরা ফের সেই ভুল ফের যাতে না করেন সে বিষয়ে সচেতন করেন অরুণ ঘোষ। পাশাপাশি রাস্তা জন্য রাজ্যকে প্রশংসা করেন কাজল ঘোষ।
Post a Comment