Breaking News

Breaking News
Loading...

ভারতের কমিউনিস্ট পার্টি এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো পানিট্যাঙ্কি মার্কেটের দলীয় দপ্তরে।

খড়িবাড়ি : 8 মার্চ ২০২১ নারী দিবস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো পানিট্যাঙ্কি মার্কেটের দলীয় দপ্তরে উপস্থিত বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। 

নারীশক্তি ছাড়া এ জগৎ সত্যিই অকল্পনীয়! নারী আমাদের প্রত্যেকের অন্যতম অনুপ্রেরণার উৎস। সে রাঁধে, সে চুলও বাঁধে! নিজের হাজারো কাজের মাঝেই যত্ন নিয়ে পরিবারের খেয়াল রাখে সে। 

পোস্ট :- বাতাসি তে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম কংগ্রেস ও আইএসএফএক যৌথ উদ্যোগে আয়োজিত হল বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

নারীর সেই ক্ষমতা এবং তাঁর অধিকার রক্ষার জন্য গোটা বিশ্বজুড়েই পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েতের  সদস্যা সুফলা বর্মন,  গঙ্গা ছেত্রী, সাবিত্রী ছেত্রী, প্রতিমা বিশ্বাস, সহ অন্যান্যরা।

ব্যুরো রিপোর্ট : রোজ খবর দুনিয়া।                                         Amazon

Post a Comment

Previous Post Next Post