Breaking News

Breaking News
Loading...


খড়িবাড়ি : গোটা রাজ্যে মতো খড়িবাড়ি ব্লকের সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে ১০০ দিনের বকেয়া  টাকা, ১০০ দিনের কাজ চালু সহ ৮ দফা দাবি জানিয়ে খড়িবাড়ি বিডিওকে  স্মারকলিপি প্রদান করা হয়। 

    খড়িবাড়ি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলা কমিটির নেতা কর্মীরা। এছাড়াও মিছিলে পা মেলান সিপিআইম দার্জিলিং জেলা কমিটির সম্পাদক সমন পাঠক, এরিয়া কমিটির সম্পাদক বাদল সরকার, রামকুমার ছেত্রী,কৃষক সভার নেতা তুফান দে  সহ অন্যান্য সদস্যরা।

    পরে খড়িবাড়ি কদমতলা মোড়ে অবস্থান বিক্ষোভ করা হয়।জেলা কমিটি সম্পাদক ঝরেন রায় বলেন, মূলত  ১০০ দিনের কাজ দ্রুত চালু করা, বকায়া  টাকা প্রদান, নদীর কুয়েরি পার্মিট,  মিডে মিলের কর্মী  ভাতা  সহ নানা দাবি নিয়ে আজকে এই স্মারকলিপি  দিলাম।


    বিডিও আমাদের কোনো স্তউওর  দিতে পারলোনা।  বিডিওকে এর আগেও আমার স্মারকলিপি দিয়েছিলাম  তবে এবার ১৫দিনের মধ্যে বকয়া টাকা ও কাজ চালু না হলে কাজের উপভোক্তাদের  নিয়ে বিডিও ঘেরা অভিযান করবো। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো।

Post a Comment

Previous Post Next Post