বাগডোগরা : রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে মেগা রক্তদান শিবিরের আয়োজন করল ওয়াকার্স অ্যাসোসিয়েশন অফ বাগডোগরা।
রবিবার বাগডোগরা স্টেশন মোড়ের ফ্লাইওভারের ৩০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে এই রক্তদান শিবির শুরু করা হয়।
দুপুর পর্যন্ত ২০০ ইউনিট রক্ত সংগ্রহিত হয়। সংগঠনের কর্ণধার রতন ঘোষ জানান , ৩০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও পার্শ্ববর্তী
এলাকাগুলিতে মোট ১৪টি রক্তদান শিবির আয়োজন হয়েছে যার কারণে এখন পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা পৌঁছনো সম্ভব হয়নি।
তবে জনসাধারণ স্ব-ইচ্ছায় রক্ত দান করতে এগিয়ে এসেছেন এটি বড় বিষয়। আগামীতে আরো বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সংগৃহীত রক্তগুলি শিলিগুড়ির তেরাই লায়ন্স ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে বলে জানা গিয়েছে ।
Post a Comment