Breaking News

Breaking News
Loading...

 

ধর্ম প্রচারকের আড়ালে দেশের নথি বিক্রি? উঠছে প্রশ্ন? তদন্ত শুরু পুলিশের!

নকশালবাড়ি : দেশের গোপন তথ্য ফাঁস করতেই কি ঘরে রেডিও একটিভ সরঞ্জাম! গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে পাকরাও। রেডিও একটিভ সরঞ্জাম ও ডিআরডিওর নথিপত্র সমেত গ্রেফতার ! 

নকশালবাড়ির বেলগাছিতে হানা সেনাবাহিনীর গোয়েন্দা দফতর ও দার্জিলিং পুলিশের পানিঘাটা ফাঁড়ির! ঘটনায় গ্রেফতার ফ্রান্সিস এক্কা, ধৃত বনদফতরের কর্মী! 

ধৃতের কাছে ডিআরডিও ম্যাপ সহ একাধিক নথিপত্র ও রেডিও একটিভ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে মিরিক মহকুমা আদালতে তুলে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

ধৃত পানিঘাটা বনদফতরের কর্মী হিসেবে কাজ করত। ধৃত ফ্রান্সিস খ্রীষ্টান ধর্মের প্রচারক হিসেবে গত ১০ বছর ধরে কাজ করত। ২০১৫ সালে হাতির হানায় ফ্রান্সিসের মায়ের মৃত্যুর পর নয় মাস ধরে ফরেস্ট ভলিন্টিয়ার পদে কর্মরত। 

ফ্রান্সিসের স্ত্রী বর্তমানে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ! ঘটনার পর ধৃতের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সিভিক ভলিন্টিয়ার! ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা

Post a Comment

Previous Post Next Post