Breaking News

Breaking News
Loading...

 

মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করার অভিযোগে আটক করা হয় জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র সভাপতি!

বাগডোগরা : মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করার অভিযোগে আটক করা হয় জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র সভাপতি তনয় তালুকদার। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করত অভিযুক্ত তৃণমূল নেতা। 

গতকাল রাত মহিলার স্বামী বিষয়টি জানতে পারে গভীর রাতে অভিযুক্ত হাতের কাছে পেয়ে মারধর করে। পরে বাগডোগরা থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলা। 

আর এই ঘটনা সামনে আসতেই বিক্ষোভ প্রদর্শন। এস‌এফ‌আই ও বিজেপির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন। অভিযোগ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে। কেন আটক করার পর পুলিশ তাকে ছেড়ে দিল। এদিন বিজেপি ও এস‌এফ‌আইয়ের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post