খড়িবাড়ি : প্রতিদিনের মতো টিউশন থেকে বাড়ি ফিরছিল এক শিক্ষার্থী , শিক্ষার্থীকে একা পেয়ে অশ্লীল কথা এবং হাত টেনে শ্লীলতাহানি অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে! পাশাপাশি বাধা দিলে ধর্ষণ ও খুনের হুঁশিয়ারি !
বৃহস্পতিবার সন্ধ্যায় খড়িবাড়ির প্রেতা জোতের ঘটনা ঘিরে চাঞ্চল্য! জানা গিয়েছে খড়িবাড়ির তারকনাথ সিন্দুরবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিয়ত খড়িবাড়ি হাট থেকে টিউশন শেষ করে বাড়ি ফেরে। গতকাল বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তায় একলা পেয়ে ২ যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
ঘটনায় মহম্মদ সামিম ও মহম্মদ সিদ্দিককে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। নির্যাতিতার দাবি অশ্লীল কথা টেনে ধরা ও ধর্ষণ এবং খুন করার হুমকি দেয়। গোটা ঘটনায় কঠোর শাস্তির দাবি নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা।
Post a Comment