Breaking News

Breaking News
Loading...

 

নতুন টার্মিনালের কাজে নিযুক্ত এজেন্সির সঙ্গে বৈঠক করলেন সাংসদ রাজু বিস্তা।

বাগডোগরা : ৩০ মাসের কাজের লক্ষ্যমাত্রা নিয়ে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শুরু হয়েছে। কেমন চলছে কাজ? কতদূর হয়েছে কাজের অগ্রগতি খোজ নিতে বাগডোগরা বিমানবন্দরের আধিকারিক ও নতুন টার্মিনালের কাজে নিযুক্ত এজেন্সির সঙ্গে বৈঠক করলেন সাংসদ রাজু বিস্তা। 

এদিন বৈঠকের পর কেমন কাজ চলছে তা পরিদর্শন করেন তিনি। সাংসদ জানান,  ইতিমধ্যে নতুন টার্মিনাল ভবন ও মাল্টি লেভেল গাড়ি পার্কিং কাজ শুরু হয়েছে। অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা কাজ করছেন। ১০ শতাংশ কাজ হয়েছে এবং ২০২৭ সালে মার্চ মাসে এই নতুন টার্মিনাল কাজ শেষ করে মানুষের জন্য খুলে দেওয়া হবে। 

এর জেরে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মানুষরা উপকৃত হবেন। আমাদের যা মাইলস্টোন রয়েছে তা সঠিক সময়ে অর্জন করতে পারব মত বিমানবন্দরের নির্দেশক মহম্মদ আরিফ। ১৫২৮ কোটি টাকা অর্থানুকূল্যে নতুন টার্মিনালে কাজ আগষ্ট মাস থেকে শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post