Breaking News

Breaking News
Loading...

 

লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের দ্বিতল ভবনের মঙ্গলবার শিলান্যাস করা হলো।

বাগডোগরা : ৮ লক্ষ ৫৫ হাজার টাকার নিজস্ব তহবিলের,  অর্থানুকূল্যে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের দ্বিতল ভবনের মঙ্গলবার শিলান্যাস করা হলো। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য এই নতুন ভবন বলে দাবি,  পঞ্চায়েত কর্তৃপক্ষের। 

এদিন নতুন দ্বিতল ভবনের শিলান্যাস করেন , নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বর্মন।  উপ প্রধান বিশ্বজিৎ ঘোষ,  সহ পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকেরা। 

পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান প্রায় 2700 স্কয়ার ফুটের এই ভবনের ট্যাক্স কালেক্টর , স্বনির্ভর গোষ্ঠী এবং অন্যান্য প্রশাসনিক দপ্তর থাকবে। শুধুমাত্র নিজস্ব তহবিল থেকে,  এত বড় একটি 

প্রকল্পের কাজ হাতে নেওয়া পঞ্চায়েতের ক্ষেত্রে অনন্য নজির বলে দাবি তার। জানান আগামী দিনের ত্রিতল ভবন তৈরি হলে সেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Post a Comment

Previous Post Next Post