খড়িবাড়ি : মোষ ভর্তি কন্টেনার সহ গ্রেফতার এক পাচারকারী। খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে মহিষমারী এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় একটি কন্টেনার আটক করে তল্লাশি চালিয়ে ২৭টি মহিষ বাজেয়াপ্ত করে খড়িবাড়ি থানার পুলিশ।
ঘটনায় কন্টেনার চালক মহম্মদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিহার থেকে এই মহিষ অসমের উদ্দেশ্য যাচ্ছিল।
তবে কন্টেনার চালক কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয়। মহিষ বাজেয়াপ্ত করা হলেও ২টি মহিষের মৃত্যুতে প্রশ্ন উঠছে শুরু করেছে।
Post a Comment