Breaking News

Breaking News
Loading...

 

বন্যপ্রাণের মৃত্যুতে সচেতনতা বৃদ্ধি করতে বাইক রাইডার্স উদ্যোগ বনদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠনের

নকশালবাড়ি : জাতীয় সড়কে বন্যপ্রাণীর মৃত্যুতে উদ্বেগ বাড়চ্ছে বনদপ্তরের! সেই কথা চিন্তা করে  সাধারণ মানুষদের সচেতনতা করতে বাইক রাইডার্সের মাধ্যমে বেক ফর ওয়াইলড লাইফ এবং রাইড ফর এলিফ্যান্ট বার্তাকে তুলে ধরতে উদ্যোগ নিলো কার্শিয়াং ডিভিশন বনদফতর । 

রবিবার কার্শিয়াং ডিভিশন বনদফতরের টুকরিয়াঝাড় রেঞ্জে বাইক রাইডার্সের ফ্লাগ ওফ করে রাইডার্স শুরু করে কার্শিয়াং ডিভিশন বনদফতরের ADFO রাহুল দেব মুখার্জী । 

এই রাইডার্সটি কার্শিয়াং ডিভিশনের টুকরিয়া, পানিঘাটা, বাগডোগরা , বামুনপক্ষরি রেঞ্জে যে সব এলাকায় হাতি করিডোর রয়েছে এবং বন ঘেঁষে থাকা গ্ৰামগুলিতে সচেতনতা বৃদ্ধি করবে। 

ADFO রাহুল দেব মুখার্জি জানান, জাতীয় সড়কে যেসব হাতির করিডোর রয়েছে সেখানে পথদুর্ঘটনায় প্রাণ যাচ্ছে বন্য প্রাণীদের ।তাই জম্বু ট্রুপস এনজিও এবং বাইক রাইডার্সদের নিয়ে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাইক রেলির মাধ্যমে বেক ফর ওয়াইলড লাইফ এবং রাইড ফর এলিফ্যান্ট বিষয়টি তুলে ধরা হবে । পাশাপাশি বনের কাছের গ্ৰামগুলিতে খাদ্যর খোঁজে হাতি ঢুকে পড়ে ,তাই সাধারণ মানুষদের সাথে বন্য প্রাণী সংঘাত কমাতে মানুষদের বোঝানো হবে।

Post a Comment

Previous Post Next Post