নকশালবাড়ি : আগামী ২৪-২৫ জানুয়ারি সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির ২৪তম জেলা সম্মেলন উপলক্ষে নকশালবাড়িতে সেমিনার অনুষ্ঠিত হল। এদিন পরিবেশসত্ত্বার প্রশ্ন ও উত্তরবঙ্গের জনজাতি প্রসঙ্গে সেমিনারে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, সিটু জেলা সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্যরা।
এদিন নকশালবাড়ির টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভবনে উত্তরবঙ্গের একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন অশোক ভট্টাচার্য। পরে সাংবাদিকদের অশোক ভট্টাচার্য জানান, আলোচনার মূল বিষয় , পরিচিতি সত্তার প্রশ্ন এবং উত্তরবঙ্গ। প্রাক্তন মন্ত্রীর কথায় উত্তরবঙ্গে বিভিন্ন জাতি উপজাতি ভাষাভাষীর মানুষ বাস করেন।
তাদের জন্য স্বায়ত্তশাসন পরিষদ গঠনের দাবী উঠেছে। পাহাড়কে ষষ্ঠ তফসিলের আওতায় আনা নিয়ে কথা আলোচনা করা হয়। চা শ্রমিকদের বাস্তু জমির দাবী যে আন্দোলন চলছে তার প্রতি সহমর্মিতা দেখানো এবং সেইসঙ্গে এই আন্দোলন যাতে বিচ্ছিন্নতাবাদ এর জন্ম না দেয়। সে বিষয়ে সতর্ক থাকবার বার্তা দেন তিনি।
Post a Comment