Breaking News

Breaking News
Loading...

 

নকশালবাড়ি চক্রের ৪০তম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।

নকশালবাড়ি : নকশালবাড়ি চক্রের ৪০তম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন নকশালবাড়ি খালপাড়ার নিখিল স্মৃতি ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। 

এই চক্রের প্রাথমিক ও শিশু শিক্ষা মিলিয়ে ১৫৯ স্কুলের ৩৩০জন মোট শিক্ষার্থীরা এদিন বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণ করেন। এদিন স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্নরাও ক্রীড়ায় অংশগ্রহণ করেন। ৩৪টি বিভিন্ন খেলার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের পুরস্কার প্রদান করা হয়। 

উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ , জয়েন্ট কোর্ডিনেটর অবর্ণা দাস দত্ত, ডিপিও স্বরষী ঘোষ, নকশালবাড়ি চক্রের এস‌আই চিরঞ্জীত ঘোষ সহ অন্যান্যরা। 

পরে সভাধিপতি জানান, চক্রের বার্ষিক ক্রীড়া হচ্ছে আগামী দিনে জেলা ও রাজ্যের ক্রীড়া হবে। সমস্ত শিক্ষকরা এই পুরো ক্রীড়াকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Post a Comment

Previous Post Next Post