Breaking News

Breaking News
Loading...

 

মাদক রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ ও এসএসবি।

খড়িবাড়ি : খড়িবাড়ির পানিট্যাঙ্কি মাদক রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ ও এসএসবি। বুধবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন কোয়াটার মোড়ে অভিযান চালিয়ে ১৯৯ গ্ৰাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়নের মদনজোত ক্যাম্প। 

পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিল এসএসবি। ধৃতের নাম মুকেশ রায়, খড়িবাড়ির কোয়াটার মোড়ের বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এস‌এসবি এক সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালায় এসএসবি। যুবকের হেফাজত থেকে ১৯৯ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। 

পরে আটক যুবককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post