Breaking News

Breaking News
Loading...

 

বিদ্যালয় চত্বরের আবর্জনা ভরা থাকলেও স্কুল শিক্ষকদের ডোন্ট কেয়ার আচরণ!

খড়িবাড়ি : বিদ্যালয় চত্বরের আবর্জনা ভরা থাকলেও স্কুল শিক্ষকদের ডোন্ট কেয়ার আচরণ! বিদ্যালয়ে হয়না পঠনপাঠন ! এমনকি বিদ্যালয় উদযাপন করাই হলনা মা সরস্বতী পূজা। 

যা নিয়ে মঙ্গলবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দিলসারাম জোত প্রাথমিক বিদ্যালয় বিক্ষোভ দেখাল পড়ুয়াদের অভিভাবকরা। 

প্রায় ৪ ঘন্টা বিক্ষোভ চলেও  বিদ্যালয়ে পৌঁছায়নি প্রধান শিক্ষক। অভিযোগ, বহুদিনের পুরনো এই বিদ্যালয় । 

তবে আগে কোন দিন এমন অবস্থা হয়নি। গোটা বিদ্যালয় চত্বর আবর্জনায় ভরে থাকে। বিদ্যালয়ে পঠন পাঠন হচ্ছে না। 

শিক্ষকদের উদাসীনতায় এবার সরস্বতী পূজা উদযাপন হয়নি বিদ্যালয়ে। বিদ্যালয় পরিদর্শকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি।আমরা উওর চাই কেন এমনটা হচ্ছে? 

অন্যদিকে, দিলসারাম জোত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনু দে'র সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি!

Post a Comment

Previous Post Next Post