নকশালবাড়ি : কনটেনারে মহিষ পাচার রুখল পুলিশ! নকশালবাড়ি সাতভাইয়া মোড়ে কনটেইনার আটক করে ২৮টি মহিষ বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ।
শনিবার সকালে সাতভাইয়া মোড়ে কনটেইনার তল্লাশি চালাতে গিয়ে কনটেনারে বিকট শব্দ শুনতে পেয়েই মহিষ উদ্ধার করে পুলিশ।
ঘটনার চালকের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেফতার করা হয় চালককে। ধৃতের নাম জাভেদ আলি, উত্তরপ্রদেশের বাসিন্দা।
জানা গিয়েছে বিহার থেকে অসমের পথে যাচ্ছিল এই মহিষ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে বাজেয়াপ্ত মহিষ ঘোষপুকুর খোঁয়াড়ে পাঠানো হয়েছে।
Post a Comment