Breaking News

Breaking News
Loading...

 

ফের এসএসবি তৎপরতায় হাত বদলের আগে গ্রেফতার ১ মাদক কারবারি।

খড়িবাড়ি : ফের এসএসবি তৎপরতায় খড়িবাড়ির বাংলা বিহার সংলগ্ন এলাকায় হাত বদলের আগে গ্রেফতার ১ মাদক কারবারি। ঘটনায় উদ্ধার  ২০৩ গ্রাম ব্রাউন সুগার। 

ধৃত যুবক মহম্মদ আফান (২২) বিহারের কিষাণগঞ্জ জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর এসএসবির ৪১নং ব্যটালিয়নের জওয়ানরা খড়িবাড়ির ৩২৭নং জাতীয় সড়কের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে। 

ধৃত যুবক বিহার থেকে মাদক বিক্রি করতে এসেছিল সেই সময় যুবককে আটক করে তল্লাশি করলে উদ্ধার হয় ২০৩ গ্রাম ব্রাউন সুগার। 

পরে আটক যুবককে খড়িবাড়ি থানায় তুলে দেয় এসএসবি। ধৃত যুবককে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।

Post a Comment

Previous Post Next Post