Breaking News

Breaking News
Loading...

 

খেলার ময়দানেই বদলাবে ভাগ্য, চা শ্রমিকদের এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা!

বাগডোগরা : চা বাগানের শ্রমিক পরিবারের খেলোয়াড়দের সমাজের মূলস্রোতে ফেরাতে তরাই টি গার্ডেন ওয়ার্কার ও লেবার ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন হল বাগডোগরায়। 

রবিবার বাগডোগরা চিত্তরঞ্জন হাইস্কুলের মাঠে এই ফুটবল প্রতিযোগিতায় মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। 

এদিন প্রদীপ প্রজ্বলন, জাতীয় সংগীত ও নৃত্যের মাধ্যমে শুভ সূচনা করা হয়। সভাধিপতি জানান, চা বাগানের মানুষদের জন্য বরাবরই কাজ করে আসছে এই সংগঠন। আগামীতেও এই সংগঠনের পাশে থাকবেন তিনি বলে আশ্বাস দেন। 

উদ্যোক্তা সংগঠনের সভাপতি ইলা দে জানান, চা বাগানের খেলোয়াড়রা সেভাবে সুযোগ সুবিধা পায় না যার কারণে এই আয়োজন। বর্তমান সমাজের যুবকদের নেশা থেকে বিরত থেকে মূল স্রোতে ফেরাতে এই আয়োজন।

Post a Comment

Previous Post Next Post